রোজার মাসে খাবার টেবিলে ভাজাভুজি ছাড়া তো চলেই না। ইফতারে খুব সহজেই অল্প সময়ে তৈরি করে ফেলার মতো একটি মজাদার খাবার হলো আলু পাকোরা। জেনে নিন আলু পাকোরা তৈরির পদ্ধতিটি।
▶উপকরণ
১০০ গ্রাম বেসন
১টি মাঝারি আকৃতির পেঁয়াজ কুচি
৩টি আলু কুচি করা
১ চা চামচ লবণ
১ চা চামচ হলুদ
২টি মরিচ কুচি করা
এক মুঠ ধনিয়া পাতা
১/২ চা চামচ মরিচ গুড়া
১/২ চা চামচ জিরা গুড়া
পানি
তেল
▶প্রস্তুত প্রণালী
⚫বেসনের সাথে সব মশলা এবং লবণ মিশিয়ে পরিমাণ মত পানি দিয়ে গুলিয়ে নিন।
⚫বেসনের মিশ্রণের সাথে পেঁয়াজ, আলু, ধনিয়া পাতা, মরিচ কুচি মেখে নিন।
⚫ডুবো তেলে মচমচে করে ভেজে সস দিয়ে পরিবেশন করুন।