উপকরণ
লেবু ২টি
মুসাম্বি ৪টি
বিট লবণ প্রয়োজন মতো
চিনি ১/২ কাপ
পানি ৪ কাপ
বরফ প্রয়োজন মতো
প্রণালি
জুসারে লেবুর রসের সঙ্গে মুসাম্বির টুকরা ও বাকি উপকরণ যোগ করে ব্লেন্ড করুন। ব্লেন্ড করা মিশ্রণটিকে ফ্রিজে রেখে ঠাণ্ডা করুন। ঠাণ্ডা হলে পানি ও বরফের কিউব দিয়ে গ্লাসে ঢেলে সাজিয়ে পরিবেশন করুন।