চীনা প্রথা অনুযায়ী ফেংশুই বদলে দিতে পারে জীবন। আর এই ফেংশুই-এর রীতি অনুযায়ী, বাড়িতে বাঁশগাছ রাখলে খুলে যেতে পারে ভাগ্য। এতে ঘরে আসে পজেটিভ এনার্জি। বাড়িতে সম্পদে ভরিয়ে দিতে পারে এই বাঁশ গাছ। ফেংশুইয়ের কাছে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস।
বর্তমানে প্রায় সব দেশে বিক্রি হয় এই বাঁশ গাছ। ঘর সাজানোর জন্য যা ব্যবহার করা হয়। তবে এই গাছগুলো নাকি শুধু রাখলেই চলবে না, নিতে হবে যত্ন। যেকোন নার্সারিতে সহজেই পাবেন এই ইমিটেশন বাঁশ গাছ।
ঘরের কোন ঘেষে ছোট্ট টবে লাগাতে পারেন এই গাছ। তাতে রাখতে হবে পানি আর পাথর। অনেকে এই গাছ অ্যাকুরিয়ামেও রাখেন। পানিতে এই গাছ সহজেই বেড়ে ওঠে। এতে বেঁধে রাখতে পারেন লাল ফিতে। যা আগুনের প্রতীক।
কোথায় রাখবেন- দক্ষিণ-পূর্ব দিক হল অর্থ ও সম্পদের দিক। তাই সেদিকে এই বাঁশ গাছ রাখাই ভালো।