৫ ঘণ্টা ভয়ঙ্কর লড়াই অজগর-কুমিরের, অতঃপর...

সাধারন অন্যরকম খবর May 24, 2017 1,230
৫ ঘণ্টা ভয়ঙ্কর লড়াই অজগর-কুমিরের, অতঃপর...

জলাশয়ের ধারে সে এক ভয়ঙ্কর লড়াই। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। অরণ্যের প্রাচীন প্রবাদ মেনে যে যার ক্ষমতা দেখাতে মত্ত। ঘণ্টার পর ঘণ্টা একে অপরকে কাবু করার চেষ্টা অজগর আর কুমিরের।


ভিডিও ফুটেজে দেখা গেছে, ধীরে ধীরকে অজগরের চাপে কাবু হয়ে গেল কুমির। সর্বগ্রাসী খিদে নিয়ে আস্ত কুমিরটাকে গিলে খেল অজগরটা। জিতেছে সেই। জোর যার জয় তার। অরণ্যের প্রাচীন প্রবাদ আবারও প্রমাণ হয়েছে।