মুখে ঘা নিয়ে ভীষণ বিব্রত, কিছুই মুখে দিতে পারছেন না? সাদা-লাল ফোসকায় মুখ ভরে উঠেছে? চিকিৎসকের পরামর্শের পাশাপাশি ব্যবহার করতে পারেন পার্শ্ব-প্রতিক্রিয়াহীন কিছু ঘরোয়া টোটকা। যাতে খুব দ্রুত সেরে যাবে অ্যাবথাস জাতীয় এই ঘাগুলো।
১) ধনেপাতা- এক মুঠো ধনেপাতা ছেচে নিয়ে রসটা মুখে নিয়ে কুলি করুন। এরকম তিনবেলা ব্যবহারে বেশ আরাম পাবেন।
২) টিব্যাগ- কুসুম গরম পানিতে ভেজানো টি ব্যাগ মুখের ঘায়ের জায়গায় ধরে থাকুন। চা পাতায় থাকা ট্যানিন ব্যাথা নিরোধক হিসেবে কাজ করে।
৩) মাঠা- মাঠায় থাকা ল্যাকটিক অ্যাসিড যেকোনও ঘায়ের জন্য ভীষণ উপকারী। মাঠা মুখের ঘায়ে লাগিয়ে রাখলেও আরাম হয়।
৪) মধু- ঘায়ের স্থানে মধু লাগিয়ে রাখলে সবচেয়ে দ্রুত উপকার হয়। মধুর অ্যান্টিসেপ্টিক ঘা দ্রুত শুকিয়ে দেয়।
৫) তুলসি- ধনেপাতার মতো তুলসিও ভীষণ উপকারী। ঘা হওয়ার পর দিনে কয়েকবার তুলসি চিবিয়ে রস খেলে এটি সেরে উঠবে।