আজকাল কাউকে ভালোবাসি কথাটা খুব সহজেই বলা যায়। সেল ফোনের মতো যেটা বেশি আপডেট কিংবা ভালো সেটা কিনি, আবার তা পুরাতন হয়ে গেলে বা ভালো না লাগলে আবার নতুন একটি কিনি। বর্তমান সময়ে ভালোবাসার ক্ষেত্রেই ঠিক একই ঘটনা ঘটছে। কিন্তু এভাবে সম্পর্কে জড়িয়ে যাওয়া একেবারে উচিৎ না।
কাউকে ভালোবাসার আগে কিছু প্রশ্নের উত্তর জানা উচিত।
দেখে নিন ৫টি প্রশ্ন, যেগুলো আপনার ভালোবাসার সঠিক পথ দেখাবে।
১. এটা কি কেবল যৌন সম্পর্ক?
অবশ্যই, যৌনতার গুরুত্বপূর্ণ রয়েছে, কিন্তু যৌনতার প্রবৃত্তি ক্ষতিকারক হতে পারে।
একসময় আপনার এবং আপনার সঙ্গীর প্রবৃত্তি কমে যেতে পারে অথবা সবসময় বিছানায় নতুন কাউকে খুঁজতে থাকবেন।
২. সম্পর্কে গোপনীয়তা রাখেন?
প্রেম বা দম্পতিদের সম্পর্কে কোন দেয়াল, সীমানা থাকে না। সম্পর্কে গোপনীয়তা থাকলে বেশিরভাগ সময় ভুল বোঝাবুঝি হয়।
৩. সঙ্গীর সঙ্গে গভীর, স্থায়ী বন্ধুত্ব আছে?
যদি তাই থাকে, তাহলে আপনার সঙ্গীকে ভালোবাসার জন্য আপনার পথ ভাল হতে পারে। বন্ধুত্ব ছাড়া সম্পর্কের ভিত্তি দূর্বল হয়।
৪. আপনি কি প্রায়ই ঈর্ষান্বিত ?
একটি দম্পতির সম্পর্ক বিশ্বাসের উপর নির্ভর করে। শুধুমাত্র সেক্সের চোখে তাকালে, সম্পর্কে ফাটল ধরবে এবং মনের পরিবর্তন ঘটবে।
৫. আপনার সঙ্গী থেকে পরিপূর্ণতা আশা করেন?
ভালবাসা মানে হচ্ছে সঙ্গীর সব ত্রুটি, অপরিপূর্ণতাকে সহজভাবে মেনে নেওয়া। আসলে, কেউ পরিপূর্ণ নয়।