একবার বাবুলের কাছে তার বন্ধু সেন্টুর একটি চিঠি এল। চিঠিতে লেখা, ‘বাবুল, আমি একটা মহা ঝামেলায় পড়েছি।
একমাত্র তুমিই পার এই ঝামেলা থেকে আমাকে মুক্তি দিতে। দয়াকরে যদি তুমি আমাকে ১০ হাজার টাকা পাঠিয়ে দাও, তাহলে বর্তে যাই আমি। ছয় মাস পরই ধারের টাকা শোধ করে দেব।’
চিঠি পেয়ে বাবুলের মাথা তো একদম গরম। ওই ব্যাটা সেন্টু যে একটা জোচ্চোর তা ভালো করেই জানে। মরে গেলেও সে কিছুতেই এ টাকা শোধ করবে না। মহা চিন্তায় পড়ল বাবুল।
ভাবতে ভাবতে হুট করেই বুদ্ধি করল, এবার তাকে একটা পাল্টা চিঠি পাঠিয়ে দেই। চিঠিতে লিখে দিল-
‘ভাই সেন্টু , আমি খুবই দুঃখিত যে, তুমি ১০ হাজার টাকা চেয়ে যে চিঠিটি আমার ঠিকানায় পাঠিয়েছ। তা হয়তো ভুল করে অন্য কারো কাছে গেছে। তাই সেই চিঠিটি এখনো আমার হাতে এসে পৌঁছায়নি। তাই তোমাকে টাকাটা দিতে পারলাম না বলে ক্ষমা করো।