ধর্ষণ করতে আসা যুবকের পুরষাঙ্গই কেটে নিলেন মহিলা!

ভয়ানক অন্যরকম খবর May 20, 2017 1,889
ধর্ষণ করতে আসা যুবকের পুরষাঙ্গই কেটে নিলেন মহিলা!

মহিলাকে ধর্ষণ করতে যাওয়ার ফল হাতেনাতে পেল যুবক৷ কাটা গেল তার পুরুষাঙ্গটিই৷ চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে কেরলের পেট্টা এলাকায়৷ অভিযুক্ত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ধর্ষণের চেষ্টা করার মামলা দায়ের করা হয়েছে তার বিরুদ্ধেই৷


পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম গঙ্গেশানন্দ তীর্থপদ ওরফে হরিস্বামী৷ কোল্লাম এলাকার বাসিন্দা সে৷ ২৩ বছরের ওই যুবতী ও তাঁর পরিবারকে গত পাঁচ বছর ধরে চেনে৷ প্রায়ই পুজো-অর্চনা করতে তাঁদের বাড়িতেও যাতায়াত করত৷ পুলিশকে ওই যুবতী জানায়, গত দুই দিন ধরেই তাঁকে উত্যক্ত করছিল হরিস্বামী৷


যুবতীর বাবা শয্যাশায়ী৷ সে সুযোগ নিয়ে তাঁকে কুপ্রস্তাব দিয়ে চলেছিল সে৷ তার সাহস এতটাই বেড়ে যায়৷ শুক্রবার রাতে যুবতীর বাড়িতে চড়াও হয় সে৷ কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে জোর করে ধর্ষণ করতে যায়৷ নিজেকে বাঁচানোর জন্যই ধারাল অস্ত্র দিয়ে হুরিস্বামীর উপর পাল্টা আক্রমণ করেন তিনি এবং তার পুরুষাঙ্গ কেটে দেন৷


বিষয়টি জানাজানি হয় যখন হরিস্বামীকে আহত অবস্থায় তিরুবনন্তপুরম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার গুরুত্ব বুঝে পুলিশকে খবর দেওয়া দেয়৷


পুলিশ এসে যুবতীর বয়ান নেয়৷ তারপর হরিস্বামীর বিরুদ্ধে ধর্ষণের চেষ্টার মামলা দায়ের করা হয়৷ তবে ২৩ বছরের ওই যুবতীর বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও মামলা দায়ের করা হয়নি৷ -সংবাদ প্রতিদিন