চিংড়ি অনেকেরই খুব প্রিয় খাবার। চিংড়ির বহু ধরনের রান্না প্রচলিত রয়েছে। এর মধ্যে ভারতীয় ধাঁচের রান্না প্রন মাসালা। সাদা ভাত অথবা পোলাও এর সাথে খেতে পারেন এই প্রন মাসালা।
▶যা যা লাগবে
বড় মাঝারি চিংড়ি ২০০ গ্রাম
কাঁচা মরিচ ৪/৫ টি
হলুদ গুঁড়ো সিকি চা-চামচ
টমেটো ১টি
মরিচ গুঁড়ো ১ চা-চামচ
লবণ স্বাদ অনুযায়ী
আদা বাটা ১চা চামচ
রসুন বাটা ১ চা
ওয়েস্টার সস ১ চা চামচ
ধনেগুঁড়ো সিকি চা-চামচ
জিরা গুঁড়ো আধা চা-চামচ
পেঁয়াজ কুচি ১ কাপ
সরিষার তেল সিকি কাপ
▶যেভাবে বানাবেন
১. প্রথমে চিংড়ি মাছে ওয়েস্টার সস দিয়ে মেরিনেট করে রাখুন ১৫ মিনিট।
২. ফ্রাইপ্যানে তেলে দিয়া পেঁয়াজ কুচি দিন নাড়ুন। পেয়াজ নরম হয়ে আসলে একে একে বাটা ও গুড়ো মশলা ও টমেটো দিন।
৩. কষান হলে চিংড়ি দিয়ে নাড়ুন। আবার কষান । সামান্য পানি দিন।
৪. কিছুক্ষন ঢেকে রেখে মাখা মাখা হলে নামিয়ে পরিবেশন করুন।