অতো পাগল এখনো হয়নি

পাঁচমিশালী কৌতুক May 20, 2017 1,033
অতো পাগল এখনো হয়নি

প্রতিবেশী : আপনার ছেলে আমার ঘরের জানালার কাঁচ ভেঙে ফেলেছে। দয়াকরে ওকে বকে দেবেন।


পরদিন তিনি আবার এলেন-


প্রতিবেশী : আপনার ছেলে এবার আমার শোকেসের কাঁচ ঢিল মেরে ভেঙে দিয়েছে।


বাবা : দেখুন, ছোট মানুষ। আচ্ছা, আমি আচ্ছামতো বকে দেব।


পরদিন আবার সেই ভদ্রলোক ছুটে এলেন রেগেমেগে-


প্রতিবেশী : বলি পেয়েছেনটা কী? আপনার ছেলে তো এবার আমার টিভি স্ক্রিনটা ভেঙে ফেলেছে।


বাবা : দেখুন, ছোট মানুষের পাগলামি।


প্রতিবেশী : পাগলামি! কী বলছেন আপনি? তাহলে আপনারটা ভাঙলো না কেন?


বাবা : অতো পাগল এখনো হয়নি যে আমারটা ভাঙবে!