বিয়েবাড়িতে স্বামীর সঙ্গে নাচতে অস্বীকার স্ত্রীর, অতঃপর...!

সাধারন অন্যরকম খবর May 17, 2017 1,192
বিয়েবাড়িতে স্বামীর সঙ্গে নাচতে অস্বীকার স্ত্রীর, অতঃপর...!

বিয়েবাড়িতে স্বামীর সঙ্গে নাচতে অস্বীকার করেছিলেন। ফলস্বরূপ ছাদ থেকে স্ত্রীকে ফেলে দিল গুণধর স্বামী। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের বান্দ্রা জেলার দিগওয়াত গ্রামে।


গত ১৩ মে স্বামীর সঙ্গে চাচাতো ভাইয়ের বিয়েতে দিগওয়াত গ্রামে এসেছিলেন বিশাখা তিওয়ারি। বিয়ের অনুষ্ঠানে স্বামী নাচানাচি করছিলেন অন্যান্য আত্মীয়দের সঙ্গে। নিজের স্ত্রীকেও নাচার অনুরোধ করেছিলেন। কিন্তু সেই অনুরোধ বিশাখা রাখেননি। তখনই রাগে নিজের স্ত্রীকেই বাড়ির ছাদ থেকে ফেলে দেয় স্বামী।


আহত মহিলাকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার হাত, পায়ে বড় রকমের আঘাত লেগেছে। পুলিস ঘটনাটির তদন্ত শুরু করেছে, কিন্তু অভিযুক্ত স্বামীকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। ‌‌-বিডি প্রতিদিন