বাণী-বচন : ১৫ মে ২০১৭

স্মরণীয় উক্তি May 15, 2017 976
বাণী-বচন : ১৫ মে ২০১৭

গতির লক্ষ্য এক কিন্তু তাহার পথ অনেক। সব নদীই সাগরের দিকে চলিয়াছে, কিন্তু সবাই এক নদী হইয়া চলে নাই। চলে নাই সে আমাদের ভাগ্য। -রবীন্দ্রনাথ ঠাকুর


স্বার্থ ত্যাগ করিতে হইলে দুঃখকষ্ট সহ্য করিতেই হইবে, ত্যাগ আরাম কেদারায় শুইয়া হয় না। -কাজী নজরুল ইসলাম


বচন

মার মায়াই মায়া

বটের ছায়াই ছায়া।


অর্থ : বটগাছের ছায়ার যেমন তুলনা হয় না, তেমনি মায়ের মমতার কোন তুলনা হয় না- এ কথা বোঝাতে বলা হয়।


……………….


আপন দোষের অন্ত নাই

পরের দোষ কত দিবে ভাই?

অর্থ : নিজের দোষ না দেখে অন্যের দোষ খুঁজলে এ কথা বলা হয়।


কুজনের নাহি লাজ, নাহি অপমান,

সুজনের এক কথা মরণ সমান।

অর্থ : দুষ্টকে কথা দ্বারা শাসন করা যায় না, কিন্তু সুজনকে একটি কথা বললেই যথেষ্ট- এ কথা বোঝাতে বলা হয়।


ঠোঁট ভাঙতেই অতক্ষণ

কাঁনতে লাগলে কতক্ষণ।

অর্থ : কেউ কাউকে কোন অভিযোগ জানাতে গিয়ে ভূমিকা অস্বাভাবিক দীর্ঘ করলে, শ্রোতা পরিহাস করেÑ এ কথা বোঝাতে বলা হয়।


দৌড়ে কি পথ ছাড়ায়

যতক্ষণ যায়, ততক্ষণ জিরায়।

অর্থ : কেউ কোন কাজে তাড়াহুড়া করলে তাকে সতর্ক করতে এ কথা বলা হয়।


আপন থেকে পর ভালা

গতর বিষ থেকে জ্বর ভালা।

অর্থ : শরীরের প্রদাহের চেয়ে যেমন জ্বরের প্রদাহ সহনীয়, তেমনি আপনজনের আঘাতের চেয়ে পরের আঘাত সহনীয়-এ কথা বোঝাতে বলা হয়।


যে জোড়ায়

তার পোড়ায়।

অর্থ : কোন বস্তুর ভাঙ্গনে ওই বস্তুর সৃষ্টিকারী কষ্ট পায়-এ কথা বোঝাতে বলা হয়।


যে করে দুঃখভোগ

তার হয় সুখ-সম্ভোগ।

অর্থ : কর্ম সাধনায় যে দুঃখ বরণ করে, সুখসম্ভোগ তার ভাগ্যে জোটে-এ কথা বোঝাতে বলা হয়।


নয় গাঁ মাগলে যা

এক গাঁ মাগলেও তা।

অর্থ : ভিক্ষার মতো নিন্দনীয় কাজ অল্প করলে যে বদনাম বেশি করলেও সেই একই বদনামÑ এ কথা বোঝাতে বলা হয়।


খল পড়শী নাদান ভাই

তার সাথে বসতি নাই।

অর্থ : খারাপ প্রতিবেশী ও মূর্খ ব্যক্তির সঙ্গে বসতি করতে নেইÑ এ কথা বোঝাতে বলা হয়।


আপন দোষের অন্ত নাই

পরের দোষ কত দিবে ভাই।

অর্থ : ছিদ্রান্বেষী লোকদের সম্পর্কে এ কথা বলা হয়।