রকেট থেকে লাফ দিলো বাহুবলি

পাঁচমিশালী কৌতুক May 14, 2017 1,207
রকেট থেকে লাফ দিলো বাহুবলি

বাহুবলিকে চাঁদে পাঠানোর সিদ্ধান্ত নিলো রাজমাতা। সে অনুযায়ী রাজ দরবার থেকে বিদায় নিয়ে রওয়ানা দিলো সে।


কিন্তু অর্ধেক পথ যাওয়ার পর বাহুবলি রকেট থেকে লাফ দিলো! শুধু তাই নয়, চিৎকার করে বলতে লাগলো-


বাহুবলি : আজ তো অমাবস্যা! চাঁদ ওঠেনি।