এই জিনিসগুলো হারিয়ে ফেললে আপনার জীবনে ব্যর্থতা নেমে আসবে

লাইফ স্টাইল May 13, 2017 925
এই জিনিসগুলো হারিয়ে ফেললে আপনার জীবনে ব্যর্থতা নেমে আসবে

জীবনে সাফল্যের সিঁড়ি বেয়ে উপরে উঠতে গেলে অবশ্যই এই জিনিসগুলি কখনও হাতছাড়া করবেন না৷ এই জিনিসগুলো হাতছাড়া করলেই আপনার জীবনে নেমে আসতে পারে ব্যর্থতা৷ এছাড়াও আপনি কোনও কাজেই সাফল্য পাবেন না৷ অবসাদ গ্রাস করবে আপনাকে৷ সুতরাং জীবণে সুস্থ সাফল্যভাবে বেঁচে থাকতে হলে এই জিনিসগুলিকে সবসময়ই নিজের সঙ্গে রাখতে হবে৷ এমনই কিছু বিশেষ কিছু জিনিসগুলির মধ্যে রয়েছে সোনা৷


১) ভারতীয়দের ক্ষেত্রে এই সোনা খুবই মূল্যবান জিনিস৷ খুবই পবিত্র জিনিস হিসেবে মেনে চলা হয় সোনাকে৷ পূজা-পার্বনে, বিয়ের অনুষ্ঠানে সোনা খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস৷ ভারতীয়রা পরবর্তীকালে প্রচুর লাভের আশায় কয়েক ভরি সোনা নিজেদের সামর্থ অনুযায়ী কিনে রাখেন৷ তারপরই সেগুলি বিক্রি করেন তাদের টাকার প্রয়োজনে৷ দক্ষিণ ভারতে বিয়ের অনুষ্ঠানে কোন পাত্রীর গলায় কত বেশি সোনা আছে সেটি দেখতে উৎসুক থাকেন নিমন্ত্রিতরা৷


২) তবে, সোনা হারিয়ে যাওয়াও অশুভ লক্ষণ বলে বিবেচিত হয়৷


৩) হিন্দু বেদশাস্ত্র অনুযায়ী, বৃহস্পতি গ্রহের সঙ্গে যুক্ত করা হয়৷ কোনও ব্যক্তির ভাগ্যও নির্ধারণ করতে পারে সোনা৷


৪) নোস পিন হারিয়ে যাওয়াও অমঙ্গলের সূচনা করে৷ আপনার কাজের জায়গায় কিংবা অন্যান্য ক্ষেত্রে আপনি অবজ্ঞার পাত্র হয়ে উঠবেন৷


৫) নোস পিনের পাশাপাশি কানের দুল হারালেও সেটি আপনার জীবণে দু:সংবাদ ডেকে আনতে পারে৷


৬) টিকলি বা মাঙ্গ টিক্কা৷ এই জিনসটি বিয়ের সময় যৌতুক হিসেবে পেয়ে থাকেন রাজস্থানের মহিলারা৷ বিয়ের আশীর্বাদ স্বরূপ এই জিনসটি পেয়ে থাকেন মহিলারা৷ এই জিনসটি হারিয়ে গেলে এটি মানসিক অস্থিরতার সূচনা করে৷


যেকোনও ধরনের সোনার গয়না হারিয়ে যাওয়াই অশুভ সংকেতের ইঙ্গিত দেয়৷


সূত্রঃ কলকাতা২৪