ছুটির দিনে উৎসব বা পার্টি লেগেই থাকে। অনেক সময় আবার এই উৎসবে গিয়েই প্রিয় মানুষের হাতে উপহার তুলে দেন। কিন্তু জানেন কি কথিত রয়েছে যে, শনিবার এই উপহারগুলি কাউকে দিলে আপনি ঘোর বিপদ ডেকে আনছেন নিজের?
• জেনে নিন কোন কোন উপহার শনিবার দেবেন না. . .
১) চকলেট- মানসিক স্থিতি নষ্ট হয় শনিবার চকলেট উপহার দিলে।
২) মুক্তা- এই বারে মুক্তা দিলে, দুই পরিবারের সদস্যরাই দুর্ঘটনার কবলে পড়তে পারেন।
৩) কাঁচি- আত্মীয়দের মধ্যে অশান্তি সৃষ্টি করতে পারে এই কাঁচি।
৪) রুপা- এদিন রুপো দিলে আর্থিক মন্দা দেখা দিতে পারে পরিবারে।
৫) লাল জামা- সমাজে খারাপ এবং অসুবিধাজনক পরিস্থিতির সামনে পড়তে হবে
৬) জুঁই ফুলের সুগন্ধী- এটি উপহার দিলে দু'পক্ষেরই অসুস্থ হয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে।
৭) লাল কালির কলম- যাকে উপহারটি দিচ্ছেন তার অর্থ ও সম্মান দুইই হানি হতে পারে।
৮) ধাতুর বাসনপত্র- ব্যবসায় প্রবল ক্ষতি।
৯) সাদা পোশাক- যাকে দিচ্ছেন তার পারিবারিক সমস্যা হতে পারে। বিশেষ করে স্বামী-স্ত্রীর মধ্যে।
১০) কমলা রঙের মিষ্টি- পরিবারে দুর্ঘটনা ঘটতে পারে।