সব গাড়ি থামিয়ে রাজহাঁস পরিবারের রাস্তা পারাপার!

সাধারন অন্যরকম খবর May 11, 2017 1,207
সব গাড়ি থামিয়ে রাজহাঁস পরিবারের রাস্তা পারাপার!

লন্ডনের ব্যস্ত রাজপথে হঠাৎ করে কেউ যদি রাস্তা পারাপার হতে চায় তাহলে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যায়। কিন্তু এক রাজহাঁস পরিবার এ আশঙ্কার মাঝেও নিরাপদে রাস্তা পার হতে সক্ষম হয়েছে। সম্প্রতি সে রাজহাঁস পরিবারের রাস্তা পারাপারের দৃশ্য অনলাইনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেইলি মেইল।


লন্ডনের ব্রোমলি রোডের ঘটনা এটি। সেখানে রাস্তার পাশেই রয়েছে একটি পার্ক। সে পার্ক থেকে কয়েকটি বাচ্চা নিয়ে একটি রাজহাঁস পরিবার হঠাৎ রাস্তায় চলে আসে।


এ অবস্থায় রাস্তার অন্যান্য গাড়িগুলো থেমে গিয়ে রাজহাঁস পরিবারকে রাস্তা পার হতে সহায়তা করে।