মায়ের কাছে সন্তান! হোক সে মানুষ কিংবা অন্য প্রাণী

সাধারন অন্যরকম খবর May 10, 2017 1,129
মায়ের কাছে সন্তান! হোক সে মানুষ কিংবা অন্য প্রাণী

সন্তানের মুখে একটু হাসিই যেন মায়ের কাছে পৃথিবীর সব সুখ। কিন্তু যদি সেই মায়ের সামনেই পড়ে থাকে সন্তানের নিস্তেজ দেহ? সে কি পারবে নিজেকে সামলাতে? না, কখনই তা সম্ভব না। কারণ মা তো মা! হোক সে মানুষ কিংবা অন্য কোনো প্রাণী। উপরের ছবিটিও তাই বলছে। একটি মা তার কোলে শিশু বানরের নিস্তেজ দেহ নিয়ে আর্তনাদ করছে।


ছবিটি ভারতের মধ্য প্রদেশ থেকে তুলেছেন ৩১ বছর বয়সী ফটোগ্রাফার অভিনাশ লোধি। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার ফটোগ্রাফি জীবনে এই ছবিটি শ্রেষ্ঠ ছবি। আমি যখন ছবিটি তুলেছি তখন বিষয়টি ভাবিনি। কিন্তু যখন পরে বুঝতে পারি তখন আমি প্রায় এক ঘণ্টা নিস্তব্ধ হয়ে যাই। শিশু বানরটি দেওয়াল থেকে পড়ে গিয়ে অচেতন হয়ে গিয়েছিল। ’


তবে শিশু বানরটি পরে জ্ঞান ফিরে পেয়েছিল এবং ঠিক হয়ে গিয়েছিল বলেও জানান তরুণ ফটোগ্রাফার অভিনাশ।