এক প্যাকেট নিমকির জন্য তালাক!

সাধারন অন্যরকম খবর May 9, 2017 1,131
এক প্যাকেট নিমকির জন্য তালাক!

বাড়িতে দুই প্যাকেট নিমকি এনেছিলেন স্বামী। শ্বশুরবাড়ির কাছেই বাপেরবাড়ি। ওই দুটি প্যাকেটের মধ্যে একটি নিজের মাকে দিয়েছিলেন স্ত্রী।


আর এটিই কাল হলো ওই গৃহবধূর জন্য। এক প্যাকেট নিমকির জন্য স্ত্রীকে তালাক দিয়ে বসলেন স্বামী।


ভারতের উত্তরপ্রদেশের কবি নগর এলাকায় এঘটনা ঘটেছে। খবর আনন্দবাজার'র।


ওই গৃহবধূ জানান, বাড়িতে দুই প্যাকেট নিমকি এনেছিলেন তার স্বামী। শ্বশুরবাড়ির কাছেই তার বাপেরবাড়ি। ওই দুটি প্যাকেটের মধ্যে একটি তার মাকে দিয়েছিলেন তিনি।


বাড়ি ফিরে ওই এক প্যাকেট নিমকি না দেখতে পেয়ে রেগে যান স্বামী। এর পরেই স্ত্রীকে তিন তালাক দেন তিনি।


রোববার কবি নগরের বিধায়ক অতুল গর্গের দফতরে ওই গৃহবধূ অভিযোগ জানান, তিন তালাক দেয়ার পর জোর করে তাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন স্বামী। এই মুহূর্তে তিন বছরের ছেলেকে নিয়ে তিনি কৈলা ভট্ট এলাকায় বাপের বাড়িতেই রয়েছেন।


অষ্টম শ্রেণি পাস করার পর হায়দরাবাদের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল তার। বিয়ের পর থেকেই ছোটখাটো কারণে তাকে মারধর করা হত।


ওই গৃহবধূর বাবা মহম্মদ সাবির জানান, চার বছর আগে বিয়ে হয়েছিল মেয়ের। তিন বছরের একটি ছেলে রয়েছে তাদের। মাস কয়েক ধরে বাড়ি ভাড়া নিয়ে কবি নগর এলাকা থাকতে শুরু করে মেয়ে-জামাই।


তিনি বলেন, 'বিয়ের পর থেকেই যৌতুকের টাকা ও বাড়ি তৈরি করে দেয়ার জন্য চাপ দিত জামাই। মেয়েকে মারধরও করত। তবে এ দিন যা করেছে তা মেনে নেয়া যায় না। আমরা পুলিশে অভিযোগ দায়ের করব।' -যুগান্তর