মজার ধাঁধা সমগ্র - ২৭তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer May 8, 2017 2,896
মজার ধাঁধা সমগ্র - ২৭তম পর্ব

▶ধাঁধা :

১. ‘তিন অক্ষরে নাম তার,

মাঝের অক্ষর কেটে দিলে হয় রং।

শেষের অক্ষর কেটে দিলে

কঠোর পরিশ্রম।’


২. ‘তুমি আমার পুত্র কিন্তু

আমি তোমার বাবা নই।’


৩. ‘এতটুকু ঘর চুনকাম করা

কোনো মিস্ত্রির সাধ্য নাই

ভেঙে আবার গড়া।’


৪. ‘বাগান থেকে আসল বুড়ি,

থালায় দিল প্রসাব করি!’


▶উত্তর :

১. কাজল

২. মা

৩. ঝিনুক

৪. লেবু