অফিসার : এ চারাগুলো নিয়ে রোপণ করুন। দেখবেন কিছুদিন পর শিকড় গজাবে।
চাষি : অাচ্ছা ধন্যবাদ।
কিছুদিন পর. . .
চাষি : স্যার, আপনার চারাগুলো ভালো না।
অফিসার : কেন?
চাষি : শিকড় গজাইতেছে না।
অফিসার : আপনি বুঝলেন কীভাবে?
চাষি : কারণ আমি দৈনিক সকাল-সন্ধ্যা চারাগুলো উঠাইয়া দেখি!