কয়েকটি ফল ও চকলেট দিয়ে তৈরি করে ফেলতে পারেন স্বাস্থ্যকর ফ্রুট-চকলেট ডেসার্ট। অতিথিদের সামনে সাজিয়ে পরিবেশন করতে পারেন মজাদার এই ডেসার্ট।
জেনে নিন কীভাবে তৈরি করবেন
কলা, স্ট্রবেরি ও আনারস টুকরা করে কেটে নিন। একটি কাঠিতে একটি একটি করে ফলের টুকরা গেঁথে সাজান। একটি মুখবন্ধ পাত্রে কাঠিসহ ফলগুলো আঁটকে ফ্রিজে রেখে দিন ২ ঘণ্টা। মাইক্রোওয়েভে চকলেট গলিয়ে সামান্য নারিকেল তেল মেশান। ঠাণ্ডা ফলের এক পাশ কাঠিসহ ডুবিয়ে নিন চকলেটে। বাদাম গুঁড়া করে গড়িয়ে নিতে পারেন চকলেট মেশানো সাইডে। মুখবন্ধ পাত্রে একইভাবে আঁটকে ফ্রিজে রেখে দিন সারারাত। পরদিন চকলেট জমে শক্ত হলে পরিবেশন করুন মজাদার ফ্রুট-চকলেট ডেসার্ট।