কানে হঠাৎ আঘাত পেলে

সাস্থ্যকথা/হেলথ-টিপস April 28, 2017 746
কানে হঠাৎ আঘাত পেলে

কানে বিভিন্ন ভাবে আমরা আঘাত পেতে পারি। সাধারণত নিম্ন লিখিত কারণে এ সমস্যা হয়. . .


- অ্যাকসিডেন্টে বা শক্ত কোনো কিছুর সঙ্গে কানে আঘাত লাগলে। এতে কানের ভেতর বা মস্তিষ্কের হাড় ভেঙে যেতে পারে। কানের পর্দা ফেটে যাওয়ার এটি অন্যতম কারণ। মারাÍক অবস্থা হয় যদি কানের ভেতর দিয়ে মস্তিষ্কের তরল পদার্থ সি.এস.এফ লিক করে।


- কটন বাড বা ধারালো কিছু দিয়ে কান খোঁচানোর সময় ধাক্কা খেয়ে কানের পর্দা ছিদ্র হয়ে যায়।


- কানের ওপর চড় খেলে বা কানের পাশে বোম ফাটলে যে বাতাসের চাপ সৃষ্টি হয় তাতেও কানের পর্দা ফেটে যেতে পারে।


- পানির ধাক্কা বা পানির মধ্যে ঝাঁপিয়ে পরলেও পর্দা ফেটে যেতে পারে।


কী সমস্যা হতে পারে :

কান বন্ধ হয়ে যায় রোগী কানে কম শুনে। কানে শোঁ শোঁ শব্দ হয়। অনেক সময় কান দিয়ে রক্তও বের হতে পারে।


করণীয় :

- কান শুকনো রাখতে হবে।


-কানের ভেতর তুলা, কটন বাড, পানি কোনো কিছুই ঢোকানো যাবে না।


- কান ভেজা অবস্থায় মাথায় পানি ঢালা যাবে না।


- তুলোয় তেল ভিজিয়ে চিপে কানে ব্যবহার করে গোসল করতে হবে।


- কান দিয়ে পুঁজ বের হলে কানে ড্রপ দেয়া নিষেধ।


- ওষুধে পর্দা জোড়া না লাগালে সার্জারির প্রয়োজন হয়।