ছারপোকা আছে কি না ভাড়াটেকে অবশ্যই জানাতে হবে!

সাধারন অন্যরকম খবর April 26, 2017 876
ছারপোকা আছে কি না ভাড়াটেকে অবশ্যই জানাতে হবে!

নিউইয়র্ক সিটির বাড়ির মালিককে ঘরে ছারপোকা আছে কি না তা অবশ্যই ভাড়াটেকে জানাতে হবে। গতকাল মঙ্গলবার সিটি কাউন্সিলে ৪৪-৫ ভোটে এ সংক্রান্ত একটি বিল পাশ হয়েছে।


বহুদিন যাবৎ নিউইয়র্কবাসী ছারপোকার অত্যাচার বন্ধের জন্যে দাবি জানাচ্ছিলেন। তারই পরিপ্রেক্ষিতে সিটি কাউন্সিলে এ বিল পাশ হয়।


এখন থেকে প্রতিটি বাড়ির মালিককে সিটির 'ডিপার্টমেন্ট অব হাউজিং প্রিজার্ভেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ (এইচপিডি) কে জানাতে হবে, তার ঘরে ছারপোকা আছে কি না। ছারপোকার উৎপাত থেকে থাকলে বাসার সামনে বোর্ড লাগিয়ে জানাতে হবে সে তথ্য। ভাড়া নেয়ার সময় এ তথ্য জানানো হলে বাসায় উঠার আগেই ভাড়াটেরা সতর্কতা অবলম্বন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।


জ্যাকসন হাইটস এলাকার কাউন্সিলম্যান ডেনিয়েল ড্রোম এই বিল উত্থাপন করেছিলেন। বিল পাশের পর তিনি বলেন, ছারপোকার কারণে অসংখ্য মানুষ অতিষ্ট হয়ে উঠেছেন।


অনেকে বাসা বদল করেও রেহাই পাননি। এখন বাড়ির মালিককে এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে। এটি নগরবাসীর জন্যে অবশ্যই একটি সুসংবাদ।