বিভিন্ন কারনে মানুষ জ্ঞান হারিয়ে ফেলতে পারে। তবে সাধারণত জ্ঞান হারানোর আগে আক্রান্ত ব্যক্তি বিভিন্ন বিষয় বলতে পারে। যেমন : চিন্তাশূন্যতা (চঞ্চলতা), দুর্বলতা, বমিভাব, চামড়া বিবর্ণ হওয়া এবং চটচটে ভাব।
যদি কোন ব্যক্তি জ্ঞান হারাবে বোধ করে, তখন অবশ্যই কিছু প্রাথমিক করা যেতে পারে। যেমন: সামনের দিকে ঝুঁকে পড়া, মাথাটা মুড়ে হাঁটুর দিকে নিয়ে যাওয়া। কারন মাথা বুকের নীচে যাওয়ায়, মস্তিষ্কের দিকে রক্তবাহিত হবে।
কোন ব্যক্তি অজ্ঞান হয়ে গেলে কিছু বিষয় মনে রাখা দরকার। যার মাধ্যমে তাঁকে দ্রুত সুস্থ্য করে তোলা যেতে পারে। যেমন : মাথা নীচে রেখে পাদুটো একটু উঁচু করে শুইয়ে রাখুন। আঁটোসাটো জামাকাপড় ঢিলা করে দিন।
মুখ ও ঘাড়ে ঠান্ডা এবং ভেজা কাপড় লাগান। বেশীর ভাগ ক্ষেত্রে, ঐ অবস্থায় রাখার পর জ্ঞান ফিরে আসবে। রোগীর পরিচয় জিজ্ঞেস করে নিশ্চিত হোন যে জ্ঞান পুরো ফিরে এসেছে। পরে অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তিকে একজন ডাক্তারকে দেখানো সবসময়েই সবথেকে ভালো।