বৃষ্টিতে ভিজে বা ধুলাবালিতে আমাদের অনেকেরই অনবরত হাঁচি ও নাকে অ্যালার্জির সমস্যা দেখা দিচ্ছে।
হাঁচির মাধ্যমে শরীর থেকে উদ্দীপক বা উত্তেজক বস্তু অপসৃত হয়। ধুলাবালি, পশুপাখি, তাপমাত্রার পরিবর্তন, তীব্রগন্ধ ও ফুলের পরাগের সংস্পর্শে এলে আমরা অ্যালার্জিতে আক্রান্ত হই।
হাঁচিতে কী হয়- নাকের ভেতরের ত্বকের বহিরাংশে উত্তেজনা সৃষ্টির মাধ্যমে নাক, মুখ থেকে আকস্মিক প্রচুর পরিমাণে বায়ু নিঃসরণকে হাঁচি বলে। হাঁচির উপাদানগুলো ঘণ্টায় ১৫০ কিমি. বেগে ২-৩ মিনিটে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে। তাই হাঁচি জীবাণু ছড়ানোর একটি ভালো মাধ্যম।
কী করবেন- এন্টিহিস্টামিন জাতীয় ওষুধ অ্যালার্জি নিরাময়ে সাহায্য করে। নাকে স্টেরয়েড স্প্রে’র ব্যবহারও অ্যালার্জি এবং প্রদাহ কমাতে সহায়ক।
নাকে অ্যালার্জি- ঘরের পুরনো জিনিসপত্র পরিষ্কার করতে গেলেন বা ফুলের বাগানে পায়চারি করার সময় নাক বন্ধ হয়ে অনবরত হাঁচি হয়। একে অ্যালার্জির রাইনাইটিস বলে এবং এ রোগী এন্টিহিস্টামিন, নাকে ড্রপ বা স্প্রে ব্যবহার করলে ভালো থাকেন।
ওষুধ বন্ধ করে দিলে আবার একই সমস্যা শুরু হয়। আমাদের দেশে মোট জনগণের ১০-১৫ শতাংশ এ রোগে আক্রান্ত। এ রোগীদের রক্তের আইজিই’র পরিমাণ অনেক বেড়ে যায়।
পরীক্ষা- স্কিন প্রিক টেস্ট করে জানা যায় রোগীর কোন জিনিসে অ্যালাজি হচ্ছে।
চিকিৎসা- অ্যালার্জেন পরিহার করে চললে এবং অ্যালার্জি ভ্যাকসিন বা ইনিউনোথেরাপি দিলে এ রোগীরা ভালো থাকেন।