আর্জেন্টিনার সালতা প্রদেশের এক গৃহস্থের বাড়িতে রাখা মা মেরির একটি ছোট মূর্তির চোখ থেকে বেরিয়েছে রক্তাশ্রু।
সালতা প্রদেশের সান হোসে দে মেতানসান শহরে ফ্রিয়াস মেনদোজা পরিবারের উপাস্য মেরি-মূর্তি ‘ভার্জিন অফ দ্য মিস্টিক্যাল রোজ’র চোখ থেকেই এই রক্তধারা নির্গত হয়েছে বলে প্রথমে স্থানীয় এক রেডিও খবর করে। স্থানীয় মানুষ সেখানে ভিড় জমান। অনেকে মোবাইলে তুলে নেন সেই ‘অলৌকিক’ দৃশ্য। ভিডিও ক্লিপ ইন্টারনেটে আপলোড হলে মুহূর্তের মধ্য ভাইরাল হয়ে যায়।
এমন আশ্চর্য সংবাদের পর ভ্যাটিক্যান থেকে তদন্ত দল পাঠানো হয়। আপাতত হুলিও রাউল মেনদেজ নামের এক স্থানীয় ধর্মযাজককে প্রাথমিক তদন্তের জন্য নিয়োগ করা হয়েছে। রাউল মেনদেজ কোনও সিদ্ধান্তে না আসতে অনুরোধ জানিয়েছেন কৌতূহলীদের। তার মতে, প্রকৃত বৈজ্ঞানিক নিরীক্ষা না করে এই ঘটনাকে ব্যাখ্যা করা সম্ভব নয়।
ক্যাথলিক দুনিয়ায় মিরাকল খবর প্রায়ই শোনা যায়। ১৯৮৪ সালে জাপানে এক মেরি মূর্তি থেকে রক্ত, ঘাম ও অশ্রু নির্গত হয়েছিল। এটিকেই শেষ এ ধরনের মিরাকল বলে জানিয়েছিল ভ্যাটিক্যান। এই সিদ্ধান্ত জানাতে ৮ বছর সময়ে নিয়েছিল ক্যাথলিক কেন্দ্রীয় সংগঠন। বলাই বাহুল্য ৮ বছর ধরে চলেছিল পরীক্ষা-নিরীক্ষা।
এছাড়া ক্যাথলিক খ্রিস্টান জগতে দু’হাজারেরও বেশি সময়ে ইতিহাসে বহুবার ঘটেছে এমন ঘটনা।
সূত্র: এবেলা।