তুমি আমার মেয়ের মতো

পাঁচমিশালী কৌতুক April 16, 2017 1,640
তুমি আমার মেয়ের মতো

দুই সিটের লেডিস আসনে বসেছিলো এক সুন্দরী। শূন্য আসনটিতে বসার জন্যে একই সঙ্গে আগ্রহী হয়ে উঠলো এক বৃদ্ধ আর এক যুবক।


যুবক : আমি আপনার ভাইয়ের মতো, যদি...


বৃদ্ধ : তুমি আমার মেয়ের মতো, যদি...


মেয়েটি বিরক্ত হয়ে পরের স্টেশনে নামতে নামতে বললো. . .


মেয়ে : আপনারা বাপ-বেটা দু’জন এখন আরাম করে বসুন। আমি যাই।