গৃহশিক্ষক তার ছাত্রকে পড়াচ্ছেন। এমন সময় এলেন ছাত্রের অশিক্ষিত বাবা. . .
বাবা : মাস্টর সাহেব, একটু দেখি এক বছরে আমার পুত্র কী শিখলো?
গৃহশিক্ষক : বল তো সাজিদ, ‘আই ডোন্ট নো’- এর অর্থ কী?
ছাত্র : আমি জানি না।
বাবা : এ কথাটাই বলবে আমি জানতাম। যতই শিখান, সারাজীবনে এ ছেলেটা কিছুই জানবে না।