গ্রীষ্মের দাবদাহ এড়াতে দিনে একাধিকবার স্নান করার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা৷ কিন্তু সেই পরামর্শ এত সিরিয়াসলি নিয়ে ফেলবেন এক ট্রেন চালক, আঁচ করতে পারেননি যাত্রীরা৷ যাত্রীবাহী লোকাল ট্রেন থামিয়ে মাঝপথেই নেমে চলে গেলেন চালক৷ স্নান করে এসে দিব্যি ঘন্টা দুয়েক পর ফের ট্রেনে চালকের কামরায় উঠে বসলেন৷
শতাধিক যাত্রী-সহ একটি লোকাল ট্রেন পাটনা থেকে মোঘলসরাই যাচ্ছিল৷ সোমবার সকাল ১০.৫৫ মিনিট নাগাদ আচমকাই ওই ট্রেনের চালক ট্রেন থামিয়ে চালকের কামরা থেকে নেমে উধাও হয়ে যান৷ প্রথমটায় যাত্রীরা ঘটনাটি বুঝে উঠতে পারেননি৷
ভেবেছিলেন, বোধহয় সিগন্যালিংয়ে কোনও সমস্যার জন্য মাঝপথে ট্রেনটি দাঁড়িয়ে পড়েছে৷ কিন্তু একসময় তাঁরা দেখতে পান, সিগন্যাল গ্রিন হয়ে রয়েছে, তবু ট্রেন নড়ছে না৷ ঘটনার আঁচ পেয়ে ট্রেন থেকে নেমে বিক্ষোভ দেখাতে থাকেন যাত্রীরা৷
খবর যায় রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে৷ তাঁরাও বারবার মাইকে ঘোষণা করে চালককে অবিলম্বে ফিরে আসার নির্দেশ দেন৷ কিন্তু কোথাও চালকের খোঁজ মেলে না৷ পরে জানা যায়, ট্রেনটির চালক এম কে সিং গরমের চোটে কাহিল হয়ে পড়েছিলেন৷
পারদ ৪০-এর ঘর ছুঁতেই তিনি স্নান করতে ছুটেছিলেন৷ পিছনে যে যাত্রীবোঝাই আস্ত একটি লোকাল ট্রেন মাঝপথে দাঁড়িয়ে রয়েছে, ভুলেই গিয়েছিলেন বোধহয়! শেষ পর্যন্ত বেলা ১টা ২০ মিনিটে ফেরেন ওই চালক, তারপর ফের চলতে শুরু করে ট্রেন৷
তবে এই ঘটনার কথা জানতে পেরে ক্ষোভে ফেটে পড়েন ট্রেনযাত্রীরা৷ তাঁরা রেলের কেবিনে বিক্ষোভ দেখাতে থাকেন৷ রেল কর্তা আর কে সিংকে উদ্ধৃত করে ইন্ডিয়া টুডে জানিয়েছে, কর্তব্যে গাফিলতির জন্য ওই চালকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করবে রেল৷ -সংবাদ প্রতিদিন