টুয়ুর জন্মদিন

পাঁচমিশালী কৌতুক April 6, 2017 1,338
টুয়ুর জন্মদিন

সান্টা বান্টাকে জিজ্ঞেস করলো, “আরে ভাই, পাশের বাড়ি থেকে অতো আওয়াজ আসছে, ব্যাপারটা কি?”


বান্টা বললো, “আজকে ওদের বাড়িতে জন্মদিনের উৎসব চলছে রে।”


সান্টা, “কার জন্মদিন?”


বান্টা, “টুয়ুর…”


সান্টা অবাক হয়ে বললো, “টুয়ু?”


বান্টা বললো, “হ্যাঁ, তাইতো শুনতে পেলাম। সব্বাই বলছিলো হ্যাপি বার্থডে টুয়ু!”