চুরি করা গাড়ি

পাঁচমিশালী কৌতুক April 3, 2017 1,312
চুরি করা গাড়ি

এক গাড়িতে বল্টু তার ফ্যামিলি নিয়ে যাচ্ছে।


বল্টুর বাবা পিছনের ছিটে ঘুমাচ্ছে আর মা বল্টুর পাশে বসা। হঠাৎ রাস্তায় ট্রাফিক পুলিশ থামিয়ে বলল. . .


পুলিশ : আজ সুরক্ষা সপ্তাহ। আপনি বেল্ট পরে গাড়ি চালাচ্ছেন, তাই সরকার আপনাকে ১০ হাজার টাকা পুরস্কার দিবে। আপনি এই পুরস্কার দিয়ে কী করবেন?


বল্টু : প্রথমে আমি আমার ড্রাইভিং লাইসেন্স বানাবো।


তখন বল্টুর মা বলল. . .


মা : ওর কথা বিশ্বাস করবেন না স্যার। নেশা করে যা খুশি তাই বলে!


পুলিশের কথা শুনে বল্টুর বাবা ঘুম থেকে উঠে. . .


বাবা : আরে বল্টু আমি আগেই বলছিলাম, চুরি করা গাড়ি নিয়ে আমরা বেশি দূর যেতে পারবো না।