বাবলু গেছে রেস্তোরাঁয় খেতে। কিছুক্ষণ পর ওয়েটার একটা মেন্যুবই নিয়ে বাবলুর সামনে এসে বলল...
ওয়েটার : স্যার, কোনটা খাবেন?
বাবলু মেন্যুবইয়ে খাবারের নামগুলো ভালো করে দেখে একদম শেষেরটাতে আঙুল রেখে বলল...
বাবলু : এটা দিয়ে দিন।
ওয়েটার : স্যার, এটা তো আপনি খেতে পারবেন না।
বাবলু : মেন্যুতে লিখে রেখেছেন অথচ এখন বলছেন, এটা খেতে পারব না। এ কেমন ফাজলামি।
ওয়েটার : স্যার, আপনি শেষেরটা দেখিয়ে দিয়েছেন। কিন্তু শেষেরটা হচ্ছে এই রেস্টুরেন্টের মালিকের নাম। ওটা কী করে খাবেন!