এমন অদ্ভুত ঘটনা এর আগে সে অঞ্চলের কেউ দেখেনি। কারণ বোতল দিয়ে সাপের পানি পান করার প্রয়োজন হয় না। কিন্তু ভারতের একটি স্থানে খরায় কাবু হয়ে যাওয়া সাপটিকে বোতলের পানি পান করিয়েই সুস্থ করে তোলা হয়েছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে মেইল অনলাইন।
রাজ গোখরা সাপটি সাধারণত মানুষ এড়িয়েই চলে। বাস করে যতটা সম্ভব মানুষ থেকে দূরে। কিন্তু দক্ষিণ ভারতের কেইগা পৌরসভা এলাকায় খরায় পানি সংকটে পড়ে সাপটি জনবসতির মাঝে চলে আসে। এ সাপটির সহায়তায় এগিয়ে আসে স্থানীয় অধিবাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
দৈর্ঘ্যে প্রায় ১২ ফুটের সাপটি দেখতে অত্যন্ত বিপজ্জনক। কিন্তু পানির অভাবে এটি অনেকটা কাবু হয়ে গিয়েছিল। আর এ সময় স্থানীয়রা সাপটিকে বোতলের পানি পান করিয়ে সুস্থ করে তোলে।
ভিডিওতে দেখা যায় তারা সাপটিকে বোতলের পানি পান করাচ্ছে। এ সময় সাপটিও তৃষ্ণা নিবারণ করতে সে পানি আগ্রহের সঙ্গে পান করছে।
বনকর্মীরা জানিয়েছেন, এ অঞ্চলে খরার কারণে বহু প্রাণী অসুস্থ হয়ে পড়েছে। ফলে কোনো অসুস্থ প্রাণী পাওয়া গেলে তাকে সবার আগে পানি পান করতে দিতে হবে।