ধাঁধা :
১. ‘বাঘের মত লাফ দেয়,
কুকুরের মত বসে,
হাঁসের মত ভাসে।’
২. ‘শুঁড় দিয়া কাজ করি,
নহি আমি হাতি।
পরহিতে খাঁটি সদা,
তবু খাই লাথি।’
৩. ‘ইট ঘুঘুর পিঠ টান,
কোন ঘুঘুর চার কান।’
৪. ‘তিন বর্ণে নাম তার
দুটি মাস রয়,
শেষের বর্ণ বাদ দিলে
সবার সাথে রয়।’
উত্তর :
১. ব্যাঙ
২. ঢেঁকি
৩. ঘরের চাল
৪. বাদল