এক কন্ডাক্টর বাসে সবার কাছ থেকে টাকা তুলছিলো। সে অনেকক্ষণ ধরে একটা ছোট ছেলেকে বাসের দরজার ধারে দাঁড়িয়ে থাকতে দেখলো। কন্ডাক্টর তাকে বললো...
কন্ডাক্টর : এই তোর বাবা কি দারোয়ান ছিলো নাকি রে? সেই কখন থেকে দরজার ধারে দাঁড়িয়ে আসিস।
ছেলে : এই তোর বাবা কি ভিখারী ছিলো নাকি রে? সেই কখন থেকে সবার কাছে কাছে গিয়ে হাত পাতছিস।