১৬ বছরের মেয়ে অনেক কষ্টে তার বাবাকে বলতে পেরেছিল, তার যৌন পরিচিতি নিয়ে সে বিভ্রান্ত। তার মনে হয় সে সমকামী। এই কথা শুনেই বাবা রেগে গেলেন। এবং শাস্তিস্বরূপ, ৫৪ বছর বয়সী বাবা, তার ষোড়শী কন্যাকে ধর্ষণ করলেন। শুধু এইটা বোঝাতে যে, মেয়েদের থেকে ছেলেদের সঙ্গে যৌন সম্পর্ক অনেক ভাল।
ঘটনাটি ঘটেছে ব্রিটেনের ওয়্যারউইকে। পরিচিতি গোপন রাখার জন্য বাবা অথবা মেয়ের নাম প্রকাশ করা হচ্ছে না। ওয়্যারউইক ক্রাউন কোর্টের বিচারক অ্যান্ড্রু লকহার্ট, ধর্ষক বাবাকে ২১ বছরের কারদণ্ড দিয়েছেন। জানা গিয়েছে, লোকটি তার আরও এক মেয়েকেও ধর্ষণ করেছিল।
তথ্যসূত্রঃ এবেলা