

এক লোক তোষক কিনে কাঁধে করে বাড়ি ফিরছে। এ সময় পথে এক বন্ধুর সঙ্গে দেখা...
১ম বন্ধু : কিরে, কত নিলো?
লোক : দেড় হাজার টাকা
১ম বন্ধু : খাইছোস তো বাঁশ! এক হাজার টাকার বেশি এইটার দাম হইতেই পারে না!
কিছুদূর এগোতেই আরেক বন্ধু জিজ্ঞেস করল...
২য় বন্ধু : কত নিলো?
লোক : এক হাজার টাকা।
২য় বন্ধু : দিছে তো তোরে বাঁশ দিয়া! আমার শালা পরশু ছয়শ’ টাকা দিয়া কিনছে!
একটু পর যখন আরেক বন্ধু জিজ্ঞেস করল...
৩য় বন্ধু : কিরে, কোথা থেকে আসলি?
লোক : বাঁশ মারা খাইয়া আসলাম।
৩য় বন্ধু : তো বাঁশ খাইতে একেবারে তোষক নিয়া গেছিলি?









