মজার ধাঁধা সমগ্র - ১৯তম পর্ব

বাংলা ধাধা, উত্তর সহ ধাঁধা, dhadha, bangla dhadha, Dha dha question and answer March 4, 2017 3,556
মজার ধাঁধা সমগ্র - ১৯তম পর্ব

দেহ আছে প্রাণ নেই

আছেন এক রাজা

সৈন্য যা আছে, তারাই তাঁর প্রজা।


-দাবার ঘুঁটি।


দিনের বেলায় ঘুমিয়ে থাকে,

রাতের বেলায় জাগে,

ঘর নেই বাড়ি নেই-

পরের কাজে লাগে।


-চাঁদ।


যৌবনে খুবই ঝাল

রস নাহি থাকে,

বৃদ্ধ কালে রসে ভরা

লোকের মুখে মুখে।


-পান।