এটাই জানার ছিল

পাঁচমিশালী কৌতুক February 26, 2017 2,130
এটাই জানার ছিল

মিলন একবার এক কেমিস্টের কাছে গিয়ে বলল-


মিলন : ভাই একটু সাহায্য করবেন?


কেমিস্ট : হ্যাঁ, বলুন।


এবার মিলন তার ওষুধের বোতল থেকে এক চামচ ওষুধ কেমিস্টকে খাইয়ে জিজ্ঞেস করল-


মিলন : মিষ্টি নাকি?


কেমিস্ট : নাতো, কেন?


মিলন : আরে এটাই জানার ছিল। ডাক্তার বলেছিল, কেমিস্টের কাছে গিয়ে চেক করাতে যে প্রসাবে সুগার আছে কি না।