• প্রয়োজনের অতিরিক্ত টাইট ফিট জিনস কখনওই পড়া উচিত নয়। এতে উল্টে জনসমক্ষে আপনি হাস্যকর হয়ে উঠবেন। শরীরের পক্ষেও তা ভাল নয়।
•স্কিন ফিট জিনসের সঙ্গে কখনওই ফর্মাল জুতো পরবেন না। চেষ্টা করুন স্নিকার্স অথবা ক্যাজুয়াল জুতো পরার।
• জিনসের পিছনের পকেটে অতিরিক্ত কারুকার্য বা নকশা থাকলে, সেই ধরনের জিনস না পরাই ভাল।
• যাঁদের চেহারা খুব রোগা, পাতলা, সেই ধরনের ছেলেদের কখনওই বেশি স্কিন ফিট জিনস পরা উচিত নয়। এতে পিছন দিক থেকে ছেলেদের পা দেখে মেয়েদের মতো মনে হয়। বরং স্ট্রেট ফিট জিনস পরা উচিত।
• লুজ অথবা বুট কাট জিনসের সঙ্গে কখনওই বুট জুতো পরা উচিত নয়। কারণ একমাত্র স্কিন ফিট জিনসের সঙ্গেই বুট ভাল লাগে।
• জিনসের সঙ্গে অবশ্যই ডেনিম শার্ট বা জ্যাকেট পরে দেখুন। এই ট্রেন্ড এখন দারুণ জনপ্রিয়।
সূত্রঃ এবেলা