দিন দিন মানুষ যত অনলাইনমুখী হচ্ছে ততই ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিতে ক্ষতিকর কার্যক্রম জোরদার করছে সাইবার দুর্বৃত্তরা। সম্প্রতি নতুন একটি ম্যালওয়্যার আক্রমণের মুখে পড়ছেন উইন্ডোজ ও ম্যাক সফটওয়্যার ব্যবহারকারীরা।
বিশেষ কৌশল খাটিয়ে ক্ষতিকারক সফটওয়্যার ইনস্টল করতে বাধ্য করছে দুর্বৃত্তরা। ম্যালওয়্যার মূলত ফন্ট প্যাকের ছদ্মবেশে লুকানো থাকছে।
নিওস্মার্ট টেকনোলজিস নামের একটি প্রতিষ্ঠান ছদ্মবেশী ওই ম্যালওয়্যার শনাক্ত করেছে। ম্যালওয়্যারযুক্ত ওয়েবসাইটে এটি পপ-আপ আকারে দেখায়। এই পপ-আপ দেখে নিরীহ মনে হতে পারে। কারণ এতে ক্রোমের আসল লোগো দেওয়া থাকে।
বক্সে বলা হয়, ফন্ট ওয়াজ নট ফাউন্ড এবং ভুয়া ফন্ট প্যাক ডাউনলোড হওয়া শুরু হয়।
উইন্ডোজ ডিফেন্ডার ও ক্রোমে এই সফটওয়্যারকে ক্ষতিকারক হিসেবে দেখায় না। অ্যান্টিভাইরাসেও এটি ঠিকমতো ধরতে পারে না।
বিশেষজ্ঞরা বলছেন, এই ম্যালওয়্যার ঠিক কী ধরনের ক্ষতি করছে তা জানা যায়নি। তবে কোনো অপরিচিত সফটওয়্যার ডাউনলোডের আগে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তাঁরা। এ ছাড়া ম্যালওয়্যার ঠেকাতে পারে এমন অ্যান্টিভাইরাস পিসিতে রাখতে হবে।
তথ্যসূত্র: এনডিটিভি।