হাত দেখে মানুষ চেনা যায়। আপনি মানুষটা কেমন, সেটা আপনার হাতই বলে দিতে পারে। কিন্তু যাদের হাতে M আছে তাঁরা স্পেশাল। কখনও কি খেয়াল করে দেখেছেন আপনার হাতে M আছে কি না। যদি থাকে নিশ্চিতভাবেই আপনি স্পেশাল। আর ঠিক এমনটাই মনে করেন জ্যোতিষীরা।
জ্যোতিষশাস্ত্র বলে, কোনও পুরুষের হাতে M থাকলে, তিনি অত্যন্ত প্রতিশ্রুতিমান। আপনার যদি তেমন থাকে তবে জানবেন আপনি অত্যন্ত অনুভূতিপ্রবণ। শুধু চাকরি নয়, যে কোনও উদ্যোগ নিলেই আপনি সাফল্য পাবেন।
অংশীদারি ব্যবসাতেও আপনি ভাল শুধু নয়, অসাধারণ। কোনও মেয়ে যদি আপনার প্রেমে পড়েন, তবে সম্পর্কের ভবিষ্যত্ নিয়ে চিন্তা থাকে না। আপনারা কখনওই কাউকে প্রতারিত করেন না। চোখ বন্ধ করে ভরসা করা যায়।
হাতের এই M সম্পর্কিত আরও জেনে রাখুন—
১। নারীদের হাতে যদি M থাকে তবে, তিনি পুরুষের থেকেও ক্ষমতাশালী হতে পারেন।
২। যদি প্রেমিক, প্রেমিকা দু’জনের হাতেই M থাকে সেটা রাজযোটক। তবে সে ক্ষেত্রেও সাফল্যের দিক থেকে মেয়েটিই এগিয়ে থাকবে।
৩। হাতের তালুতে M থাকা ছেলে বা মেয়ে যে কেউ-ই যে কোনও পরিস্থিতিতে নিজেকে সহজেই খাপ খাইয়ে নিতে পারেন। সফল্যের জন্য নিজের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তনও এরা করতে পারেন।
সুতরাং হাতে যদি M থাকে তবে নিশ্চিতে এগিয়ে যান। নিজের উপরে আস্থা রাখুন। সাফল্য আপনার কাছে আসবেই।