শনির দশা শুরু হয়েছে কি না বুঝবেন যেভাবে?

লাইফ স্টাইল February 14, 2017 1,042
শনির দশা শুরু হয়েছে কি না বুঝবেন যেভাবে?

শনি এমনই এক গ্রহদেব, যিনি কুপিত হলে অনন্ত দুর্দশা অনিবার্য। নল-দময়ন্তীর আখ্যান থেকে জানা যায়, কতটা বিপাকে মানুষ পড়তে পারে শনিদেব কুপিত হলে। কিন্তু ভারতীয় জ্যোতিষ একথাও জানায়, যে কোন দুর্দশাই শনির দশা নয়। শনির দশার কতগুলি বিশেষ লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলি থেকেই বোঝা যেতে পারে, শনি কুপতি হয়েছেন কি না।


জেনে নেওয়া যাক সেই লক্ষণগুলি-


• জুতা হারানো এবং বার বার জুতা ছিঁড়ে যাওয়া শনির দশার প্রাথমিক লক্ষণ। ঘন ঘন এমনটা ঘটলে সাবধান হওয়া উচিত।


• বন্ধু বিচ্ছেদ, প্রেমে প্রতারণা, ঋণ বৃদ্ধি শনির দশার গুরুতর লক্ষণ।


• পরীক্ষায় অকৃতকার্য হওয়া, পড়াশোনায় ছেদ শনির অসন্তুষ্টির কারণে ঘটতে পারে।


• বৈবাহিক জীবনে অশান্তি শনির দশার অন্যতম লক্ষণ।


• জুয়া, নেশা, প্রতারণার প্রতি আকর্ষণ বোধ করলে বুঝবেন আপনি শনির দশায়।


• কর্মবিমুখতা এই দশার আর একটি লক্ষণ।


• দেহে বিভিন্ন প্রকার ব্যথা-যন্ত্রণা অনুভব করাও এই দশার লক্ষণ।


• সঞ্চয়ের অভাব অবশ্যম্ভাবী ভাবে শনির দশার লক্ষণ।


• উদ্বেগ ও ক্লান্তিবোধ শনির কুপিত দশার কারণে অনিবার্য।


- বিডি প্রতিদিন