ভালোবাসতে পুরুষের যা জানা দরকার

লাইফ স্টাইল February 13, 2017 1,578
ভালোবাসতে পুরুষের যা জানা দরকার

ভালোবাসা মধুরতম শব্দ। ভালোবাসা নিয়ে একেক মানুষের মধ্যে একেক রকম অনুভূতি কাজ করে। নারীর প্রতি ভালোবাসা দেখাতে হলে কী করা উচিত? এই প্রশ্নটি সম্প্রতি ফেসবুক অনুসারীদের কাছে রেখেছিল যুক্তরাষ্ট্রের দৈনিক হাফিংটন পোস্ট।


পাঠকেরা সেখানে তাঁদের মতামত দিয়েছেন। সেখান থেকে বাছাই করে কিছু মতামত প্রকাশ করেছে এই সংবাদমাধ্যম। তার কয়েকটি এ রকম:


১. ভালোবাসার মানুষের প্রতিটি উল্লেখযোগ্য দিন মনে রাখুন।


২. মনে রাখবেন, অনেক সময় তাঁর দেখভালের জন্য আপনাকে দরকার হতে পারে, আবার কোনো সময় নাও হতে পারে। এই বিষয়টি বুঝতে হবে।


৩. বুঝতে হবে অনেক ত্যাগ স্বীকার করে এখনো অবিচল তিনি।


৪. প্রিয় মানুষের জন্য সবচেয়ে সেরা যেটা করতে পারেন, তা হলো কঠিন সময়ে তাঁর পাশে থাকা।


৫. সুরক্ষার চেয়ে তার বেশি দরকার আপনার সমর্থন।


৬. তাঁর আবেগ তাঁকে অনুভব করতে দিন।


৭. সব সময় তাঁর প্রিয় মানুষ হয়ে উঠুন।


৮. ভালোবাসার মানুষের প্রাপ্য সম্মান তাঁকে দিন।


৯. যোগাযোগ সবকিছুর মূলে। যোগাযোগ না থাকলে দুজনই হারিয়ে যাবেন।


১০. কথা দিয়ে কথা রাখুন।


১১. বৈষম্য করবেন না। সবাইকে ভালোবাসুন।


১২. তাঁর কথা শুনুন।


১৩. জীবনে ছোট ছোট বিষয়ে গুরুত্ব দিন। তাঁর ক্ষুদ্র বিষয়গুলোও বড় করে গুরুত্ব দিন।


১৪. বিশ্বস্ত বন্ধু হয়ে থাকুন।


১৫. নারীকে রানির মতো সম্মান দিন। আসলে তিনি রানি।


১৬. নারীর প্রতি সব সময় দয়াশীল থাকুন।


১৭. তাঁকে শিক্ষক মানুন। তাঁর শিক্ষা মেনে নিন। এতে তিনি ভালোবাসা অনুভব করবেন।


১৮. নারীর ঐতিহ্যকে সম্মান দিন। তিনি কোথা থেকে এসেছেন মনে রাখুন।


১৯. কখন তিনি একা থাকতে চান বা কখন সঙ্গ চান, সেটা বুঝতে শিখুন।


২০. দিনের শেষে প্রতিটি নারীই আলাদা। তাঁর নিজস্ব চাহিদা, চাওয়া ও লক্ষ্য থাকে। তিনি কী চান, তা বের করুন এবং তাঁর লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করুন।