বিল কার নামে

পাঁচমিশালী কৌতুক February 13, 2017 2,147
বিল কার নামে

একদিন এক ভিক্ষুক হোটেল রেডিসনে ফোন দিল-


ম্যানেজার : স্যার আপনার জন্য কি কি করতে পারি?


ভিক্ষুক : একটা বার্গার, তিনটা কাটলেট, দুইটা পিৎজা আমার বাসায় পাঠিয়ে দেন।


ম্যানেজার : ওকে স্যার, বিল করবো কার নামে?


ভিক্ষুক : কেন? ভিক্ষুকের নামে।