জিপিতে ২ জিবি ১২৯ টাকায়!

Grameenphone February 11, 2017 2,135
জিপিতে ২ জিবি ১২৯ টাকায়!

শর্তাবলী:


২ জিবি ইন্টারনেটের সাথে ৫ টি এসএমএস মাত্র ১২৯ টাকয় (এসডি+ভ্যাট+এসসি সহ) ৭ দিনের মেয়াদে


অফারটি উপভোগ করতে গ্রাহকদের *5000*101# অথবা *121*3058# ডায়াল করতে হবে


পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত অফারটি চলবে


অফারটি সকল প্রিপেইড ও পোস্টপেইড গ্রাহকদের জন্য প্রযোজ্য।


অফার চলাকালীন সময়ে গ্রাহক অফারটি যত খুশি ততবার নিতে পারবেন।


ইন্টারনেট ভলিউম শেষ হওয়ার পর গ্রাহকের ব্যবহারের উপর প্রতি ১০ কিলোবাইটের জন্য ০.০১ টাকা হারে চার্জ প্রযোজ্য হবে (মেয়াদ থাকা পর্যন্ত, ২০০ টাকা পর্যন্ত)


অব্যবহৃত ডাটা ভলিউম পরবর্তীতে নেয়া ডাটার সাথে যোগ হবে যদি মেয়াদ থাকাকালীন সময়ে একই প্যাক ক্রয় করেন।


ইন্টারনেট ব্যালেন্স জানতে *121*1*4# ডায়াল করতে হবে


ইন্টারনেট অফারটি বাতিল করতে ডায়াল করুন * 121 * 3041 #