উষ্ণ গরম পানি পানের অসাধারন উপকারিতা

সাস্থ্যকথা/হেলথ-টিপস February 10, 2017 818
উষ্ণ গরম পানি পানের অসাধারন উপকারিতা

চিকিৎসকেরা জানাচ্ছেন সুস্থ শরীরের জন্য প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া উচিত। সাধারণভাবে বলা হয়, একজন সুস্থ মানুষের সারাদিনে অন্তত আট গ্লাস পানি খাওয়া উচিত। তবে ঠান্ডা পানির বদলে যদি উষ্ণ পানি আপনি পান করেন, তবে পেতে পারেন অবিশ্বাস্য ফল।


উষ্ণ গরম পানির উপকারিতা—


• প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মাত্র এক গ্লাস উষ্ণ গরম পানি খেলেই কমবে ওজন।


• গরম পানি খেলে শরীর থেকে ক্ষতিকারক টক্সিন ঘামের মাধ্যমে বেরিয়ে যায়।


• পেটের সমস্যায় কাজে আসে গরম জল। নিয়মিত গরম পানি খেলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।


• প্রতিদিন খাওয়ার পরে উষ্ণ গরম পানি খেলে গ্যাস, অম্বলের মতো সমস্যাগুলি থেকে মুক্তি পাওয়া সম্ভব।


• নিয়মিত গরম পানি খেলে দেহে রক্ত চলাচল বৃদ্ধি পায়।


• সর্দি-কাশি হলে শ্বাসনালিতে সর্দি জমে যায়। সেই জমে থাকা সর্দি বের করতে গরম পানি অব্যর্থ। গরম পানি খেলে নাক বন্ধ হয়ে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।


• চুল পড়ার সমস্যায় ভুগছেন? তাহলে গরম পানি খান। নিয়মিত গরম পানি খেলে চুলের গোড়া শক্ত হয়। চুলের ডগা ফাটে না। চুল ঝকঝকে এবং স্বাস্থ্যজ্জ্বল থাকে।


• ঋতুস্রাবে সময় সমস্ত মহিলাই তলপেটের যন্ত্রণায় কষ্ট পান। এই সময়ে গরম পানি খেলে তলপেটের পেশিগুলি স্বস্তি পায়। যার ফলে যন্ত্রণাও কমে।


• গরম জল ত্বককে আদ্র রাখে। নিয়মিত গরম পানি খেলে শরীরে বলিরেখা পড়া বা ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়।


সূত্রঃ এবেলা