হুয়াওয়ের ফোনে গ্রামীণফোনের বান্ডেল অফার

Mobile Phone Offer February 9, 2017 2,138
হুয়াওয়ের ফোনে গ্রামীণফোনের বান্ডেল অফার

‘ডাবল ইন্টারনেট, ডাবল ফান’ শ্লোগান নিয়ে একসঙ্গে গ্রাহকদের জন্য আকর্ষণীয় বান্ডল অফার নিয়ে এলো হুয়াওয়ে ও গ্রামীণফোন। এ বান্ডেল অফারের অধীনে গ্রাহকরা উপভোগ করতে পারবেন দু’টি আলাদা অফার।


প্রথম অফারে থাকছে, যেকোনো গ্রামীণফোন গ্রাহক হুয়াওয়ে ওয়াইথ্রি ২ (মূল্য ৬,১৯০ টাকা), হুয়াওয়ে ওয়াইফাইভ ২ (মূল্য ৮,৯৯০ টাকা) এবং হুয়াওয়ে ট্যাবলেট টিওয়ান ৭.০ (মূল্য ৮,৯৯০ টাকা) কিনলেই সঙ্গে পাবেন বিনামূল্যে ২৪ জিবি ইন্টারনেট।


আর দ্বিতীয় অফারে গ্রামীণফোন গ্রাহকরা হুয়াওয়ে ওয়াইসিক্স ২ (মূল্য ১৩,৫৯০ টাকা), হুয়াওয়ে ওয়াইসিক্স প্রো (মূল্য ১১,৬৯০ টাকা), হুয়াওয়ে জিআর ৫ মিনি (মূল্য ১৬,৯৯০ টাকা) এবং হুয়াওয়ে পি৯ লাইট (মূল্য ২২,৯০০ টাকা) কিনলেই বিনামূল্যে উপভোগ করতে পারবেন ২৫ জিবি পর্যন্ত ইন্টারনেট।


হুয়াওয়ে টেকনোলজিস (বাংলাদেশ) লিমিটেডের ডিভাইস বিজনেসের ডিরেক্টর ইংমার ওয়্যাং বলেন, ‘উন্নত সেবা ও নতুন অফারের মাধ্যমে গ্রাহকদের জীবনের সুবিধা নিশ্চিত করে তুলতে হুয়াওয়ে ও গ্রামীণফোন নিজেদের প্রতিশ্রুতি নিয়ে একসাথে কাজ করছে। বেশি মানুষের কাছে স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ এ দেশকে আরও বেশি ডিজিটাল করে তোলার দিকে এগিয়ে নিয়ে যাবে।’


যেসব গ্রাহক প্রথম অফারটি নিতে চান তারা হুয়াওয়ে হ্যান্ডসেট কেনার সাথে বিনামূল্যে পাবেন ২.৫ জিবি ইন্টারনেট (মেয়াদ ৭ দিন)। এরপর, প্রতিবার ৪২৭ টাকার ২.৫ জিবি ইন্টারনেট ক্রয়ের সাথে সাথে বিনামূল্যে পাবেন আরও ২.৫ জিবি ইন্টারনেট (সর্বোচ্চ নয়বার)।


দ্বিতীয় অফারের ক্ষেত্রেও, হুয়াওয়ে হ্যান্ডসেট কেনার সাথে গ্রাহকরা বিনামূল্যে পাবেন ২.৫ জিবি ইন্টারনেট (মেয়াদ ৭ দিন)। এরপর, প্রতিবার ৪২৭ টাকার ২.৫ জিবি ইন্টারনেট ক্রয়ের সাথে সাথে বিনামূল্যে পাবেন আরও ২.৫ জিবি ইন্টারনেট (সর্বোচ্চ নয়বার)।


আগ্রহীরা গ্রামীণফোনের জিপি অনলাইন শপ, যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং মলের হুয়াওয়ে এক্সপেরিয়েন্স সেন্টার এবং এর পাশাপাশি দেশের ৬৪ জেলাতে বিস্তৃত হুয়াওয়ের ব্র্যান্ড শপ থেকে এ বান্ডল অফার নিতে পারবেন।


সূত্রঃ অনলাইন