সম্পর্কে টানাপোড়েন। কারণ ছাড়াই অদ্ভুত আচরণ কাছের মানুষটির। অযাচিত ভাবে কথোপকথনে নিয়ে আসা ‘এক্স’-এর নাম। একে অপরের ইনবক্স চেক করা...
লক্ষণগুলি মোটেই সুবিধার নয়। সম্পর্কের শুরুতে দু’পক্ষই তো সব কিছু উজাড় করে দিয়েছিল। তাহলে, তো এমন হওয়ার কথা নয়।
এমনই কিছু পরিস্থিতি রইল আপনাদের বিশ্লেষণের জন্যে, যার সম্মুখীন হলে অবশ্যই ভাবুন, সম্পর্কটাকে এর পরেও এগিয়ে নিয়ে যাবেন, নাকি...
১। ছোটখাটো ব্যাপারেও যখন আপনার সঙ্গী ছেড়ে চলে যাওয়ার কথা বলে।
২। ঝগড়া-মনোমালিন্য হলেই কি আপনার প্রাক্তনের নাম উল্লেখিত হয়?
৩। ‘আমার পছন্দ নয়’ বলে কি আপনার সঙ্গী নিজের মতামত চাপিয়ে দিচ্ছে আপনার উপরে?
৪। ‘তোমার ব্যাপারে আমি একটু বেশি পজেসিভ’— সাবধান! এই রক্ষণশীলতা একদিন দমবন্ধ করা পরিস্থিতি তৈরি করবে।
৫। আপনার মোবাইল বা ফেসবুক খুঁটিয়ে দেখে নাকি আপনার সঙ্গী?
সূত্রঃ এবেলা