খুব সহজই চিকেন বিরিয়ানি

রেসিপি টিপস February 6, 2017 630
খুব সহজই চিকেন বিরিয়ানি

পদ্ধতি জটিল কিছু নয়। তবে তৈরি করতে লাগবে একটু সময়।


» উপকরণ...


মুরগির মাংস রান্নার জন্য- ১টি মুরগি। টকদই আধা কাপ। পেঁয়াজকুচি আধা কাপ। টমেটোকুচি ১টি। আদা ও রসুন বাটা দেড় টেবিল-চামচ করে। বিরিয়ানি মসলা ৩ টেবিল-চামচ (বাজারে পাবেন)। তেল পরিমাণ মতো। লবণ স্বাদ মতো।


পোলাও রান্নার জন্য- চাল আড়াই কাপ। আস্ত জিরা ১ চা-চামচ। লবণ স্বাদ মতো। পানি সাড়ে ৪ কাপ।


আরও লাগবে- কাঁচামরিচ ৫,৬টি। পুদিনাপাতা ১ টেবিল-চামচ। বেরেস্তা ১ মুঠ।


» পদ্ধতি...


মুরগির মাংস রান্না- মুরগি ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। হাঁড়িতে তেল গরম করে বাদামি করে পেঁয়াজকুচি ভেজে নিন। পেঁয়াজভাজা হলে টমেটোকুচি দিন। টমেটো গলে গেলে আদা ও রসুন বাটা, ফেটানো টকদই ও বিরিয়ানি মসলা মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। মসলা কষানো হলে মাংস মিশিয়ে মাঝারি আঁচে রান্না করুন।


মাংস থেকে যা পানি বের হবে, তা দিয়েই মাংস কষান। পানি শুকিয়ে আসলে ঝোলের জন্য মাখামাখা পানি দিন।


তেল ছেড়ে আসলে ঢাকনা দিয়ে ঢেকে চুলা থেকে হাঁড়ি নামিয়ে রাখুন।


এই চুলায় রুটি সেঁকার তাওয়া গরম হতে দিন, যাতে পরে বিরিয়ানি দমে বসানো যায়।


বিরিয়ানি রান্না- হাঁড়িতে তেল গরম করে আস্ত জিরা ফোঁড়ন দিয়ে চাল ভেজে নিন। চালের রং যখন পরিবর্তন হয়ে আসবে তখন পানি ও লবণ মিশিয়ে আঁচ বাড়িয়ে দিন। পানি ফুটে উঠলে আঁচ কিছুটা কমিয়ে ঢাকনা ছাড়াই রান্না করুন।


পানি টেনে আসলে চুলা থেকে হাঁড়ি নামিয়ে পোলাওয়ের উপরে কাঁচামরিচ, বেরেস্তা, রান্না করা মুরগির মাংস এবং সবার উপরে পুদিনাপাতা-কুচি ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।


হাঁড়িটি তাওয়ার ওপর বসিয়ে দমে রাখুন ২০ থেকে ২৫ মিনিট।


মাঝখানে একবার মাংস ও পোলাও আলতো করে কাঠের খুন্তি অথবা স্প্যাচুলা দিয়ে উল্টিয়ে-পাল্টিয়ে দিয়ে আবার দমে রাখুন।


গরম গরম পরিবেশন করুন।